সাতক্ষীরার কলারোয়ায় সনাতনীদের বাড়িতে ও মন্দিরে সরস্বতী পুজা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় সনাতনীদের বাড়িতে ও মন্দিরে চলছে সরস্বতী দেবীর পুজার প্রস্তুতি। ভক্ত ও শিক্ষার্থীদের মাঝে দেখা গিয়েছে ব্যস্ততা, সরস্বতী দেবীর পায়ে অর্ঘ নিবেদনের জন্য। বিদ্যা ও মঙ্গল লাভের আশায় তাই বিদ্যার্থী ও ভক্তরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীর পায়ে অর্ঘ নিবেদন করবেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সনাতন সম্প্রদায়ের বাড়িতে ও মন্দিরে দেখা গিয়েছে সরস্বতী পুজার আয়োজনের তোড়জোড়। সারাদিন ধরে পর্যায়ক্রমে বাড়ি ও মন্দিরের পুজা অর্চনা করবেন পুরোহিত মহাশয়। সরস্বতী দেবীর আরাদ্ধেয় মন্ত্র উচ্চারণ, ফুল, তুলসি পাতা, বেলপাতা, ফল, মিষ্টি দেবীকে উৎসর্গের মাধ্যমে দেবীকে তুষ্ট করবেন। আর তারই ধারাবাহিকতায় কলারোয়ায় সনাতনীদের বাড়িতে ও মন্দিরে পুজা অনুষ্ঠিত হচ্ছে।
কলারোয়ার জয়নগরে বিভিন্ন মন্দির ও বাড়ি ঘুরে দেখাগেছে, আচার ও রীতি মেনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পুজা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালাভের আশায় সরস্বতী দেবীর চরণে বই ও দোয়াত কালি রেখেছে।
পুরোহিত দুলাল চক্রবর্ত্তী জানিয়েছেন, সরস্বতীকে বিদ্যার দেবী হিসেবে আরাধনা করা হয় তাই এ পুজার আরাধনায় শিক্ষার্থীদের আগ্রহ বেশি দেখা যায়। তিনি আরও জানান, ভক্তরা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা সকাল থেকে উপবাস থেকে পুজা শুরুর এক পর্যায়ে অঞ্জলির মধ্যদিয়ে দেবীর আরাধনা করে দেবীর পায়ে পুস্প অর্পন করে মনের আকুতি জানিয়ে প্রসাদ গ্রহনের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন