সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টুর ওপেন হার্ট সার্জারি রবিবার

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর ওপেন হার্ট সার্জারি রবিবার। তার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে। এরমধ্যে ৩টি গুরুতর। রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান লাল্টুর ভাই কলারোয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান।

আমিনুল ইসলাম লাল্টু মোবাইল ফোনে জানান, ‘রবিবার সকাল ৭টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে প্রধান কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবির অপারেশন করবেন। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা আমাকে যদি ফিরিয়ে আনেন, তাহলে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে হাসিমুখে। কলারোয়া উপজেলাবাসী সুখে ও শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। সুখে থাকবে আমার শুভাকাঙ্খীরা। সবাইকে অনুরোধ করছি আমাকে ক্ষমা করবেন।’

উল্লেখ্য কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু সম্প্রতি কলারোয়ার বাসায় বুকে ব্যথা অনুভব করলে সাতক্ষীরায় নেয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় তার হার্টের ৫টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে ৩টি গুরুতর আর অপর দু’টি অবস্থাও ভালো নয়। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার সকালে তার ওপেন হার্ট সার্জারি তথা বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।