সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চায়ের দোকানীর চুলায় ১২ বোতল ফেনসিডিল উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/images-3-3.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ার
হাজির মোড় এলাকা থেকে ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজীর নেতৃত্বে গ্রামবাসী ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করেছে।
ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী জানান-তিনি গামবাসীর মাধ্যমে জানতে পারেন
যে, বোয়ালিয়ার হাজীর মোড়ের একটি বন্ধ রাখা চায়ের দোকানের রাস্তার ধারে ফেলে রাখা চুলার ভিতরে কে বা কাহারা একটি ব্যাগ ফেলে রেখেছে। পরে তিনি
গ্রামবাসীর সহযোগিতায় ওই ব্যাগ উদ্ধার করেন। ওই সময় ব্যাগ খুলে দেখেন ১২ বোতল ফেনসিডিল। তিনি সাথে সাথে স্থানীয় সংবাদ কর্মী ও থানা পুলিশকে
বিষয়টি অবগতি করেন। পরে থানার এসআই রঞ্জন কুমার ঘটনা স্থান পরিদর্শন করে ওই ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসময় গ্রাম পুলিশ সঞ্জয় গাইন ও সমাজসেবক জাহাঙ্গীর হোসেন সহ গামবাসী উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন