সাতক্ষীরার কালিগঞ্জের একটি বেহাল বাঁশের সাঁকোয় ভোগান্তিতে হাজারো মানুষ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের জগদিশকাটি জনসাধারণের চলাচল ও পারাপারের জন্য বাঁশের সাঁকোটির বেহাল দশায রূপ নিয়েছে। ফলে চলাচলে ব্যাপক ঝুঁকি পোহাতে হচ্ছে। সংষ্কারের অতি জরুরী বলে ভুক্তভোগিদের অভিমত।
জানা গেছে, ইউনিয়নের কয়েকটি গ্রামের জন সাধারণ ও চিংড়ী ঘের পরিচালনার কাজে ব্যাবহার হয়ে থাকে সাঁকোটি। বর্তমান সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় ঐ এলাকার বাসিন্দা, পথচারী ও চিংড়ী ঘের মালিকরা পড়েছেন বিপাকে। জরুরি প্রয়োজনে ঝুকি পূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে ইতোমধ্যে দুর্ঘটনার কবলে পড়েছেন।
এলাকাবাসীরা জানান, ‘ইতোমধ্যে আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেছি একটি ব্রীজ নির্মানের জন্য, কিন্তু তাতে কোন সাড়া পাইনি। আমরা বাঁশের সাঁকো দিয়ে চলাচলে ব্যাপক সমস্যায় আছি। প্রতিবছর আমরা নিজেদের উদ্যোগে মেরমত করি। কোন দপ্তর থেকে কোন সাহায্য পাইনা।’
চলাচলের জন্য একটি ব্রীজ স্থপন করে কষ্ট অবসানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি ও এলাকাবাসী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন