সাতক্ষীরার কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন
কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
“শেখ হাসিনা’র বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগানে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে (১১মে) মঙ্গলবার সকাল ১০টায় বসন্তপুর খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হয়।
প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবে এবং মোট ৬৮৭ টন ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধনী ধান সংগ্রহে ধান দেন চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের কৃষক আবুল কালাম আজাদ।
ধান ও চাউল সংগ্রহ অনুষ্ঠানে বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, ‘এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, এজন্য স্বচ্ছতার সঙ্গে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মুন্সি, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ, খাদ্য কর্মকর্তা কামরুজ্জামান সহ মিল মালিক, কৃষক, সুধী ও সাংবাদিকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন