সাতক্ষীরার কালিগঞ্জে জেলা পরিষদের পুকুর অবৈধভাবে লিস প্রদান করায় মানববন্ধন
কালিগঞ্জে জেলা পরিষদের পুকুর অবৈধভাবে চেয়ারম্যান কর্তৃক লিস দেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১০ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল্ল্যাহ মোড়ল, সমাজসেবক সিরাজুল ইসলাম, আমিনুর রহমান, মুজিবুর রহমান, জাকির হোসেন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, কালিগঞ্জের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেলা পরিষদের মাখাল নামে দুই বিঘা জমির উপর একটি পুকুর রয়েছে।
স্থানীয় গ্রামবাসি থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীরা এই পুকুরের পানি ব্যবহার করে আসছিলো। তবে অতি দু:খের বিষয় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন অবৈধভাবে সম্প্রতি জেলা পরিষদের এই পুকুরটি ৩ বছরের জন্য ৩০ হাজার টাকায় লিস প্রদান করেছে। স্থানীয় ইউসুপ মাস্টারের ছেলে মামুন মল্লিক, আনছার আলীর ছেলে কামরুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর শওকাত হালদার পুকুরটি লিস নিয়ে পানিতে মাছের খাদ্য ব্যবহার করায় পানি ব্যবহারের অনুপযোগি হয়ে গেছে। এমতাবস্থায় জনস্বার্থে পুকুরটি অতি দ্রুত সকলের জন্য উন্মুক্তের দাবি জানিয়েছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন