সাতক্ষীরার কালিগঞ্জে মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার গণের কার্যপরিধির দিনব্যাপী অরিয়েন্টেশন
সাতক্ষীরার কালীগঞ্জে মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার গণের কার্যপরিধির উপর দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
(১৮ আগষ্ট) বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌতলা ও ধলবাড়িয়ার ইউনিয়নের এমএইচভি, সিএইচসিপি ৪৪ জনকে নিয়ে এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
দূ্র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ অংশীদারত্বে ৮৫৬১১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীকে উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উল্লেখ্য যে, প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধনে নিবিরভাবে কাজ করছে।
অরিয়েন্টেশন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান, ইপিআই টেকনিশিয়ান শেখ মুজিবুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান, এসএসিএমও মহাতাব হোসেন প্রমূখ।
সমগ্র অরিয়েন্টেশনটি সঞ্চালনা করেন এ এস এস ও রুমানা হক, মহাইমিনুল ইসলাম পলাশ, ইকবাল হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন