সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশি অভিযানে ১শ’৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
সাতক্ষীরার কালীগঞ্জে পুলিশি অভিযানে ১শ’ ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কিন্তু এ সময়ে কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম সেহারা এলাকা থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, মাদক কেনাবেচা হচ্ছে এখন এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক চোরাচালানি সিন্ডিকেটের সদস্যরা ১শ’ ৫০ বোতল ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ চলে যাওয়া ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উক্ত ঘটনায় সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ৪।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন