সাতক্ষীরার তালায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/Tala-thana-Pic-30.10.21.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ শ্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সাতক্ষীরা তালায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে তালা থানা পুলিশের আয়োজনে থানা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালা থানার সামনে গিয়ে সম্পন্ন হয়।
পরে থানা চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান।
এসময় বক্তব্য রাখেন তালা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজা, বিশিষ্ট ব্যাবসায়ি ইন্দ্রজিৎ দাশ বাপী প্রমূখ।
কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন