সাতক্ষীরার তালায় করোনা উপসর্গে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু

সাতক্ষীরা তালায় করোনার উপসর্গ নিয়ে শরিফুল (১৫) নামের নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় রহিমাবাদ গ্রামের জ্বর, বুকে ব্যাথা ও শ্বাস কষ্টের কারণে তার করুণ মৃত্যু হয়।

শরিফুল তালা সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের আকুববর শেখ এর ছেলে এবং তালা পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।

মৃতের স্বজনরা জানান, ‘গত ২৫/২৬ দিন যাবৎ সে জ্বরে ভুগছিল। গত ২দিন আগে বুকে ব্যাথা সহ শ্বাসকষ্ট দেখা দেয়।’

‘মঙ্গলবার সকালে তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ভর্তি করার পরামর্শ দিলেও অজ্ঞাত কারণে তাকে বাড়ীতে ফিরিয়ে নেয় তার পরিবার। মঙ্গলবার সন্ধ্যায় রহিমাবাদ গ্রামে সে মারা যায়।’

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার জানান, ‘করোনা পজেটিভ কিনা সেটা দেখতে হবে, হাসপাতালে চিকিৎসাধীন না থাকলে আমরা তথ্য দিতে পারবো না।’