সাতক্ষীরার দেবহাটায় পুলিশের উদ্যোগে কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী প্রদান
চলমান লকডাউনে কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে দেবহাটা থানা পুলিশ। (১২ জুলাই) সোমবার সকাল ১০ টায় থানা পুলিশের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এনসিসি ব্যাংকের সাবেক পরিচালক আবুল কাশেম ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই হাফিজুর রহমান, আসিফ মাহমুদ, মিজানুর রহমান, আবু হানিফ, আশিকুর রহমান, পিএসআই মিঠুন মজুমদার, মোজাম্মেল হক সহ সকল পুলিশ সদস্যরা।
এসময় কর্মহীন চালক, শ্রমিক, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন