সাতক্ষীরার দেবহাটা উপ-নির্বাচনে নৌকা বিজয়ে একাট্টা
সাতক্ষীরার দেবাহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কুলিয়া মৎস্য সেট চত্ত্বরে কুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আ.লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকপ্রাপ্ত মুজিবর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক কোষাধ্যক্ষ সাবেক চেয়ারম্যান আছাদুল হক, উপজেলা আ.লীগের প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু শরৎ চন্দ্র ঘোষ, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় ঘোষ, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাননাথ দাশ, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান।
বর্ধিত সভায় বক্তারা বলেন, আসন্ন উপ নির্বাচনে সেই উন্নয়নের প্রতিক নৌকার মাঝি করে আলহাজ্ব মুজিবর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনার এ সিদ্ধান্তকে স্বাগত এবং পূর্ন সমর্থন জানাই।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ এম সোহাগ, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ভরত চন্দ্র, অচিন্ত কুমার মন্ডল, বিকাশ সরকার, কুলিয়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মজনুর রহমান, ইউনিয়ন আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়াত আলী, ওয়ার্ড আ.লীগ নেতা দিলিপ কুমার, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা সরদার মিঠু, আরিফুজ্জামান, ছাত্রলীগ নেতা নাজমুল হুদা, মহররম ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন ১০ ডিসেম্বর দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমানের পক্ষে সকল নেতা কর্মীকে এক যোগে কাজ করার আহব্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন