সাতক্ষীরার মুণ্ডাপল্লিতে সন্ত্রাসী হামলায় আহত নরেন্দ্রনাথ মারা গেছেন

সাতক্ষীরার শ্যামনগরের মুণ্ডাপল্লিতে সন্ত্রাসী হামলায় আহত নরেন্দ্রনাথ মুণ্ডা মারা গেছেন। শনিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরেন্দ্রনাথ মুণ্ডা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তিখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, মুণ্ডাপল্লিতে হামলার ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। মামলায় শ্রীফলকাটি গ্রামের আলমগীর গাজীর ছেলে নূর হোসেন ও নূর মোহাম্মদ নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় রাশিদুল ইসলাম ও এবাদুল হোসেনের নেতৃত্বে দুই শতাধিক লাঠিয়াল মুণ্ডাল্লিতে হামলা চালায়। বিরোধপূর্ণ ৮ বিঘা জমি দখলে নিতে পূর্বপরিকল্পিত এ তাণ্ডব চালানোর জন্য বংশীপুর, ঈশ্বরীপুরসহ উপজেলার বিভিন্ন অংশ হতে লাঠিয়ালদের ভাড়া করে আনা হয়। এসময় হামলার সঙ্গে জড়িতরা আদিবাসী মুণ্ডাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখে জমিতে সীমানা পিলার স্থাপন করে।

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে জমি দখলে বাঁধা দেওয়ায় তাদের ওপর বেপরোয়া লাঠিপেটা করে সন্ত্রাসীরা। এতে বিলাসী মুণ্ডা, রিনা মুণ্ডা, সুলতা মুণ্ডা ও নরেন্দ্র মুণ্ডা মারাত্মক আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।