সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন

সাতক্ষীরায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ১২ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবীর জানান, তালা, দেবহাটা ও শ্যামনগর উপজেলায় একটি করে, কলারোয়া, সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে ২টি করে এবং আশাশুনিতে ৩টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ২টি করে বুথ রয়েছে।

ভোট গ্রহণ করা হচ্ছে ইভিএমে। মোট ভোটার সংখ্যা ১০৫৯ জন। চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ব্যবসায়ী এম খলিলউল্লাহ ঝড়ু। সংরক্ষিত তিন মহিলা আসনে লড়ছেন ১০ জন প্রার্থী এবং ৭জন সাধারণ সদস্যের বিপরীতে লড়ছেন ২৫ জন। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃক্সখলা পরিস্থিতি দেখভাল করছেন।