সাতক্ষীরায় চুরির অপবাদে মহিলার মাথার চুল কাটার অভিযোগে মামলা

সাতক্ষীরার কলারোয়ায় ইট চুরির অপবাদে এক মহিলাকে গাছে বেঁধে চুল কেটে দেয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এখনও পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।

ঘটনার বিবরণে জানা যায়, ২টি ইট চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামের ভারত প্রবাসী ইব্রাহিম গাজীর স্ত্রী ২ সন্তানের জননী দিনমজুর রশিদা খাতুন (৪৫) এর সাথে একই গ্রামের নেদুকালাসহ পরিবারের সদস্যতের প্রচন্ড ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে পরদিন সোমবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে চুরির অপবাদে রশিদাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে মাথার চুল কেটে, শাড়ি খুলে শ্লীলতাহানি করাসহ মারপিট করে ছেড়ে দেয়।

এ ঘটনায় রাশিদা বাদি হয়ে চুরির অপবাদকারি নেদুকালাসহ সহযোগীদের নামে খোর্দ্দ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিষয়টি কলারোয়া থানায় মামলা (নং-৮, ১০-৮-২১ইং) হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’