সাতক্ষীরায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ঈদ উপহার বিতরণ

জনতা ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, সাতক্ষীরা এরিয়া কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই বিকালে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির সহ সভাপতি ও সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক মিন্টু কুমার সরখেল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক ও এরিয়া ইনচার্জ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামান। জনতা ব্যাংকের সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক ও কমিটির সভাপতি মোঃ আব্দুর রহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা শেখ বে-নজির আহমেদ, প্রিন্সিপাল অফিসার বাবলু ভঞ্জ চৌধুরি, মাগফুর রহমান, সিনিয়র অফিসার সুজিত কুমার ঘোষ, সুলতানপুর বাজার শাখার সিনিয়র অফিসার মো. শরিফুজ্জামান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র গাইন, উপকারভোগীদের মধ্যে আগরদাড়ি শাখার মাহমুদা খাতুন প্রমুখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন সুলতানপুর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার তাপস কুমার রায়, সিনিয়র অফিসার বিপ্রদেব কুমার বিশ্বাস, পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, বাঁশতলা বাজার শাখার ব্যবস্থাপক মো. শহিদুজ্জামান, সেনেরগাতি শাখার ব্যবস্থাপক শেখ শামীম হোসেন, ব্রহ্মরাজপুর বাজার শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ দেবনাথ, আগরদাড়ি শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, কর্পোরেট শাখার অমিতাভ পাল, বাকাল শাখার সিনিয়র অফিসার তাপস চক্রবর্তী, এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাধা কান্ত ঘোষ, প্রিন্সিপাল অফিসার উজ্জল কান্তি মন্ডল, আফতাবুজ্জামান, কনক কুমার দত্ত, আব্দুল আজিজ, কারিমুছ শাহাদাৎ, সিনিয়র অফিসার হাবিবুল্লাহ বাহার, রবিউল আযম, ইয়াইয়া আলম, পরিমল, তহমিনা খাতুন, অফিসার (আইটি) উজ্জ্বল কুমার সরদার, ব্রহ্মরাজপুর বাজার শাখার জয়নাল আবেদীন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















