সাতক্ষীরায় নরেন্দ্র মোদির আগমন স্থান পরিদর্শনে গণপূর্ত সচিব ও ভারতীয় সহকারী হাইকমিশনার
সাতক্ষীরার শ্যামনগরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে যশোরেশ্বরী কালী মন্দিরে গণপূর্ত বিভাগ সাতক্ষীরার আয়োজনে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শ্যামনগরের ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লাহ খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন এটা আমাদের জন্য খুব খুশির খবর। আগামি ২৬ মার্চ তিনি ঢাকায় মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ২৭ মার্চ শ্যামনগর যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। পরিদর্শন উপলক্ষ্যে সব ধরনের প্রস্ততি চলছে।’
সকলের সহযোগীতায় ভারতের প্রধানমন্ত্রীর সফর সফল হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকেীশলী মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকেীশলী ড.মইনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শহীদুল্লাহ, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলী, গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় ও জেলার প্রকৌশলীগণ।
ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সহ সকল অতিথিবৃন্দ মন্দিরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।
পরবর্তীতে হেলিপ্যাড নির্মান স্থান পরিদর্শন করেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন