দল কানা, একতরফা হয়ে থাকলে চলবে না: ফখরুল

৭ মার্চ পালনের মাধ্যমে জিয়াউর রহমানের গুরুত্বই তুলে ধরতে চেয়েছে বিএনপি।

শনিবার (১৩ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের বন্ধু ছিল না। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি।

বিএনপি মহাসচিব আরো বলেন, সরকারকে এটা বুঝতে হবে। একতরফা হয়ে থাকলে চলবে না, দল কানা হয়ে থাকলেও চলবে না। ইতিহাসকে ইতিহাস দিয়েই মূল্যায়ন করতে হবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তিনি (জিয়াউর রহমান) ড্রামের ওপর দাঁড়িয়ে রিপোর্ট করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, এর পরিবর্তে বলেন দেখি আরেকজনের নাম, যে পাকিস্তান-সেনাবাহিনীর প্রথম রিপোর্ট করেছে।