সাতক্ষীরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত বৃদ্ধা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/09/IMG_20210928_230229.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাস ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আরোহী নানী নিহত ও নাতি আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়।
আহতের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ বলেন, মেয়ের বাড়ি সাতক্ষীরার শুকদেবপুর থেকে দেবহাটা উপজেলার শিমুলবাড়িয়ায় ফেরার জন্য নাতি মাসুদ রানার ইঞ্জিন ভ্যানে চড়ে যাওয়ার পথে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাস ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আরোহী নানী জাহানারা (৬০) ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেন এবং মারাত্মক আহত মাসুদ রানা (২৭)কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। মাসুদ রানার অবস্থা এখনও আশংকাজনক।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি গোলাম কবির জানান, ঘাতক বাসকে আটক করেছে পুলিশ। বাস চালক আশাশুনি উপজেলার পুরোহিত গ্রামের হযরত আলীকে আটকের চেষ্টা চলছে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন