সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৮টি স্বর্নের বার উদ্ধার
সাতক্ষীরার কলারোয়ায় ৮টি স্বর্নের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
কলারোয়ার মাদরা সীমান্তের সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি থেকে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাবাড়িয়া নামক স্থান থেকে এই স্বর্ন উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বুধবার(১ মার্চ) রাত সাড়ে আটটায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্নের ওজন ১ কেজি ৮ গ্রাম যার বাজারমূল্য ৮০ লক্ষ ৬৪ হাজার টাকা।
এর আগে বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনাবাড়িয়া নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৮টি স্বর্নের বার ফেলে রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।
উদ্ধারকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন