সাতক্ষীরায় মায়ের মৃত্যু খবর শুনে মেয়ের হার্টএ্যাটাকে মৃত্যু

সাতক্ষীরায় মায়ের মৃত্যু খবর শুনে হার্টএ্যাটাকে মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে ৩০মিনিটের ব্যবধানে এ ঘটনা ঘটে।
মৃতের স্বজনরা জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের মরহুম আশরাফ গাজীর স্ত্রী নবীজান বিবি (১০৩) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর পেয়ে নবীজান বিবির মেয়ে খাদিজা বেগম (৭২) হার্টএ্যাটাকে আক্রান্ত হয়ে ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)।
মৃত খাদিজা বেগম সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মরহুম শামছের ঢালীর স্ত্রী।
মঙ্গলবার জোহরের নামাজের পর খাদিজা বেগমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে নবীজান বিবির জানাজা নামাজ শেষে গোদাড়া গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান খাদিজা বেগমের ছেলে অহিদুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















