সাতক্ষীরা কালিগঞ্জে পুকুরে বিষপ্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন
কালিগঞ্জে এগ্রিকালচার ফার্মের পুকুরে বিষপ্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাসপুর গ্রামে।
হারুন এগ্রিকালচার ফার্মের মালিক উপজেলার বন্দকাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে রায়হান সিদ্দিকী (২৮) জানান, এক একর আয়তনের পুকুরে শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।
ফার্মের মালিক আরও জানান, শনিবার সকালে খবর পেয়ে ফার্মের পুকুরে গিয়ে দেখি পুকুরের পানিতে মরা মাছ ভাসছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন