সাতক্ষীরা জেলার সেরা ইউএনও সদরের ফাতেমা তুজ জোহরা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা পর্যায় সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীত হয়েছেন ফাতেমা তুজ জোহরা।
ইউএনও ফাতেমা তুজ জোহরা এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির এর নেতৃত্বে বাছাই কমিটি সম্প্রতি ফাতেমা তুজ জোহরাকে সাতক্ষীরা সদর উপজেলা (ইউএনও) জেলার সেরা হিসাবে নির্বাচিত করেন।
এ সম্মাননা আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে জানান ইউএনও ফাতেমা তুজ জোহরা।
তিনি বলেন, আমার এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো আগামীতে করবো।
ইউএনও ফাতেমা তুজ জোহরা ৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসাবে রংপুর প্রশাসন ক্যাডারে যোগদান করেন। পরবর্তীকালে তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করে দায়িত্ব পালন করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন