সাতক্ষীরা জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে ডিসির মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, নির্বাচন অফিসার শফিকুল ইসলামসহ জেলার চারটি আসনের প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নির্বাচনে আচরণ বিধিমালা কোনমতেই লংঘন করা যাবে না। তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার ও গণসংযোগ করা যাবে। এছাড়াও জেলা রিটার্নিং অফিসার আচরণ বিধিমালা জেলা রিটার্নিং অফিসার আচরণ বিধিমালা পড়ে শোনান এবং সকলকে অবগত করেন।”

এসময় জেলার রিটার্নিং অফিসার আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের নিকট থেকে বিভিন্ন মতামত জানতে চান। এ সময় প্রার্থীরা স্ব-স্ব সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত বলেন, জাতীয় পার্টির সঙ্গে মহাজোট হয়নি। মহাজোট হতে হলে নির্বাচন কমিশনে নির্দিষ্ট তারিখের আগেই চিঠি দেয়ার কথা থাকলেও দেয়া হয়নি।

জেলা রিটার্নিং অফিসারের সাথে মতবিনিময় সভায় জেলা ৪টি আসনের প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।