সাতক্ষীরা মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ। আক্রান্তরা জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ জুন) ভোর সোয়া ১২টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৯২ নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন রাজনীতিবীদ ও একজন শিক্ষক রয়েছেন। শনাক্তের হার ২৮ দশমিক ২৬ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬৬ জন মারা গেছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩২৮ জন।