‘সাত দিনের মধ্যে পরীমণিকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন’

মাদক মামলায় কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমণির মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

শনিবার (১৪ আগস্ট) জাস্টিস ফর পরীমনি শীর্ষক এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।

বিক্ষুব্ধ নাগরিক জন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় পরীমনির গ্রেফতারকে ষড়যন্ত্র বলে দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন অভিনেতা আজাদ আবুল কালাম, মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন, রবীন আহসান, রায়হান কবীর রণ, নির্মাতা রাশীদ পলাশ, গোলাম রাব্বানী, লাইজু জাহান সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা।

বক্তারা পরীমণির গ্রেফতার প্রক্রিয়াকে অন্যায় দাবী করেন। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও উল্লেখ করেন তারা।