সাবেক সরকারি কর্মকর্তার নিজের বেতন বাড়ানোয় ৭ বছরের জেল
ক্ষমতার অপব্যবহার করে নিজের বেতন তিন দফায় বাড়ানোর অপরাধে এক সাবেক সরকারি কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। বাহরাইনের ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাবেক কর্মকর্তা আকবর আল খালেজ ২০০৮ সালে মাসিক ১৯৫০ দিরহাম বেতনে চাকরি শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি প্রথম দফায় তার বেতন বাড়িয়ে করেন ২১শ দিরহামে। পরের বছর আরেক দফা বাড়িয়ে তার বেতন হয় ২৭৭৪ দিরহাম। পরে নিজের বেতন বাড়িয়ে ৩৩শ দিরহাম করেন আকবর।
এই বেতন বাড়ানোর ফলে অবসরের পর বিপুল পরিমাণ অবসর ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তদন্তে দেখা গেছে, আকবর সামাজিক বীমা সংস্থার ওয়েবসাইটে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য প্রবেশ করিয়ে বেতন কাঠামে পরিবর্তন এনেছেন। দুবছর ধরে করা তার এই কারসাজি একটি সরকারি সংস্থা ধরে ফেলে। ওই কারসাজির ফলে ওই ব্যক্তি ১৫ হাজার দিরহামের বেশি অবসরকালীন ভাতা পেয়েছেন বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন