সাভারের আশুলিয়ায় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও বাসে অগ্নিসংযোগ
আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীবাহি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রয়ণে আনে। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘনা ঘটেনি।
শনিবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি বাস স্ট্যান্ডে বিকাশ পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ বাসটি সড়ক থেকে পুলিশ সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী চালক,আনোয়ার হোসেন আওয়ার নিউজ বিডিকে বলেন, খালি বাসটি ইউটার্ন নিয়ে ঢাকা মুখী রওয়ানা হওয়া সময় দেখি অর্ধশতাধিক লোকজন হাতে লাঠি নিয়ে এগিয়ে আসে। আমাদের সামনে থাকা পলাশ পরিবহনের কয়েকটি বাস ভাঙ্গচুর করে। তখন চেষ্টা করেও বাসটি ঘুরাতে পারেনি। পরে আমাদের বাসেও ভাঙ্গচুর চালায় ও আমাকে মারধর করে। ভয়ে নেমে দৌড় দেই। পরে এসে দেখি বাসটি পুড়িয়ে দিছে। তারা কোন স্লোগান দেয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ উপস্থিত হন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জমান বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বিএনপির একটি দল অতর্কিতভাবে সড়কে উঠে বাস ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে। তদন্ত করে অইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন