সাভারে নারী এসআইয়ের ঝুলন্ত লাশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/মরদেহ-উদ্ধার-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভার মডেল থানার আবাসিক ভবন থেকে উপ-পরিদর্শক (এস আই) তাহমিনা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে সাভার মডেল থানা পুলিশ সদস্যদের আবাসিক ভবনের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাহমিনা বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি স্বামী ও দুই সন্তানসহ সাভার মডেল থানার আবাসিক ভবনের একটি কক্ষে বসবাস করতেন। তার স্বামী মোবারক হোসেন একটি বেসরকারি ডেভোলাপার কোম্পানিতে কর্মরত আছেন।
পুলিশ জানায়, পুলিশ সদস্যদের আবাসিক ভবনের কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে সুস্পষ্ট ধারনা পাওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন