সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ নিষ্ক্রিয়
বর্তমানে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৫৮৮ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। মেটার সার্ভারে ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ফেসবুকের মাদার কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ গ্রাহকদের কিছু সময় অপেক্ষো করতে বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘শান্ত থাকুন, শিগগির সব ঠিক হয়ে যাবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন