সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কার্যালয়ে মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, বৈঠকে ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে আরো তিনজন প্রতিনিধি রয়েছেন। তারা হলেন—হেড অব পলিটিক্যাল সেক্রেটারি আড্রিয়ান জনস, হেড অব গভর্নেন্স মিস আইসলিন বেকার ও পলিটিক্যাল অ্যানালিস্ট ইজাজুর রহমান। এ ছাড়া সিইসির সঙ্গে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ রয়েছেন।

বৈঠকে আগামী একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। যদিও কমিশন থেকে বলা হয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ।
সর্বশেষ ৩১ মে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। এর আগে ১৮ মে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা হাইকমিশনের আরো দু’জন প্রতিনিধিসহ সাক্ষাৎ করেন। ১২ মার্চ নরওয়ে রাষ্ট্রদূত সিডসেল ব্লেকের ও সুইডেন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল সিইসির সঙ্গে বৈঠক করেন।