সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ
আগামী ১ আগস্ট থেকে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন হবে বলে মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, সর্বসাধারণের সুবিধার্থে সকল সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস রিফুয়েলিং কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ আগস্ট, ২০১৯ হতে ২৪ ঘণ্টা খোলা থাকবে।
গ্যাস সাশ্রয়ে এখন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো।
এর আগে ২২ জুলাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদুল আযহার আগের সাত দিন ও পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
সড়কমন্ত্রীর ঘোষণার এক সপ্তাহ পর প্রজ্ঞাপন জারি করলো জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১২ অগাস্ট (সোমবার) ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন