সিএমপির নতুন চমক, গন্তব্যের নাম সার্চ দিলেই চলে আসবে ভাড়ার তালিকা

যানবাহনের ভোগান্তি লাঘবে একের পর এক পদক্ষেপ নিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এবার মোবাইলে হ্যালো সিএমপি এ্যাপসে গন্তব্যের নাম সার্চ দিলেই চলে আসবে ভাড়ার তালিকা।

২৫ নভেম্বর বৃহস্পতিবার এই কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

ডিজেলের দাম বৃদ্ধি হওয়ায় যানবাহনে একের পর এক সৃষ্টি হচ্ছে ভাড়া নিয়ে তর্ক বির্তক সহ নানা ধরনের অপরাধ।এই সমস্যা সমাধানে ভিন্ন রকম পদক্ষেপ হাতে নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে চালু হল ‘বাসের ন্যায্য ভাড়া’ কার্যক্রম। এই উদ্যোগের আওতায় সিএমপির নিজস্ব ‘হ্যালো সিএমপি’ অ্যাপসে নগরীর সকল রুটের ভাড়ার তালিকা সংযোজন করা হয়েছে। চলাচলের সময় নগরীর জনসাধারণ সহজেই তার নির্ধারিত গন্তব্যের ভাড়া সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

আরো জানায়, বাসের ড্রাইভার কিংবা হেল্পার কর্তৃক ভাড়া আদায় সংক্রান্তে কোন ধরনের হয়রানির শিকার হলে নিকটস্থ ট্রাফিক পুলিশকে অবহিত করুন। কিংবা তাৎক্ষনিকভাবে জাতীয় জরুরী সেবা ৯৯৯ বা সিএমপির কন্ট্রোল নাম্বার ৩০৩৫২/৬৩৯০২২/ ৬৩০৩৭৫ এ অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় নগরীতে সৃষ্ট অপরাধ দমনে নগরীর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তার তদারকি করবে।

উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।