সিনেমা হলে বাংলাদেশ-ভারত ফাইনাল
নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমিদের উন্মাদনার শেষ নেই। এবার সেই উন্মাদনায় যোগ হয়েছে নতুন মাত্রা। রাজধানীর পল্টনের ‘জোনাকি’ সিনেমা হলে চলচ্চিত্রের পরিবর্তে বাংলাদেশ-ভারত ফাইনাল খেলা দেখানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ।
চলচ্চিত্র প্রদর্শন বাতিল করে খেলা দেখানোর জন্য সিনেমা হলের সামনে বিজ্ঞাপনও লাগানো হয়েছে। রোববার বিকেলে হলটির সামনে গিয়ে দেখা যায়, কোনো চলচ্চিত্র নয়, হলের সামনে ঝুলছে সাদা পোস্টারে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ দেখানোর ঘোষণা।
পোস্টারে লেখা রয়েছে, ‘খেলা, খেলা, খেলা। জোনাকি সিনেমা হলের রূপালি পর্দায় আজ সন্ধ্যা সাত ঘটিকায় বাংলাদেশের দামাল ছেলে বনাম ভারত। উক্ত খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামতি ভাই-বোনদের আমন্ত্রণ।’
চলচ্চিত্রের টিকিটের পরিবর্তে সেখানে খেলার টিকিট বিক্রি করা হচ্ছে। ডিসি ক্লাসে প্রবেশমূল্য রাখা হচ্ছে ৭০ টাকা এবং আরএস ক্লাসের টিকিটমূল্য ধরা হয়েছে ৬০ টাকা। নির্ধারিত সিডিউল অনুযায়ী হলটিতে রোববার ঢালিউডের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শিত হওয়ার কথা ছিল। সেটি বন্ধ করে লেখা হয়েছে ‘আজকে ঢাকা অ্যাটাক অফ আজ শুধু ইন্ডিয়া অ্যাটাক।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন