সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্গম চর থেকে যুবকের লাশ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/20230207_162157-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে ১ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদার চর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত মনিরুল ইসলাম (২০) উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস সালাম প্রমানিকের ছেলে। তিনি তার চাচা নুর আলম প্রমানিকের বাড়িতে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সের আর ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে মুলকান্দি চরের মধ্যে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঐ স্থানে গিয়ে লাশ উদ্ধার করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারনে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন