সিরাজগঞ্জের বেলকুচিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত!

সিরাজগঞ্জ বেলকুচিতে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ মে) দুপুরে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন হলরুমে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস এর আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগমের সভাপতিত্বে ও কাজীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সঞ্চালনায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরনীয় চাহিদা পূরনের লক্ষ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন ও প্রোগ্রাম ম্যানেজার সার্ভিস ডেলিভারির (উপ-পরিচালক) ডা: মোহাম্মদ আলী জুল কাউছার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা (DDFP) সহকারী পরিচালক (QIT) ও জেলা কনসালটেন্ট ডা: আয়নুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোফাখখারুল ইসলাম, আরএমও ডা: সুদীপ সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।