সিরাজগঞ্জের বেলকুচিতে লাইসেন্স বিহীন অতিরিক্ত চাউল মজুদের দায়ে জরিমানা
সিরাজগঞ্জের বেলকুচিতে লাইসেন্স বিহীন অতিরিক্ত চাউল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
বুধবার (১২জুলাই) দুপরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারে অতিরিক্ত চাউল মজুত ও লাইসেন্স ছাড়া চাউলের ব্যবসা করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবানী সরকার।
উক্ত অভিযানে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালামসহ খাদ্য অধিদপ্তর ও পুলিশের সদস্যবৃন্দ প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনান, চাউলের বাজার নিয়ন্ত্রণে অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন