সিরাজগঞ্জের শাহজাদপুরে মৎসজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর মৎস্যজীবি সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন রবিবার (১৯ মার্চ) সকাল ৮ থেকে অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। উৎসব মুখোর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ ভোট সম্পন্ন হয়য়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ৯টি পদের মধ্যে সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরমধ্যে সভাপতি পদে নির্বাচন করছেন ২ জন। এরা হলেন, আনিছুর রহমান প্রতীক (চেয়ার) ও লালন ব্যাপারী প্রতীক (ছাতা)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এরা হলেন, বাচ্চু ব্যাপারী প্রতীক (মই) ও নান্নু ব্যাপারী প্রতীক (হরিণ)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এরা হলেন, মমিন ব্যাপারী প্রতীক (মোরগ) ও আল-আমিন প্রতীক (গোলাপ ফুল)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। এরা হলেন, শাহিন ব্যাপারী প্রতীক (কলস) ও আল-আমিন প্রতীক (খেজুর গাছ)। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন। এরা হলেন, সুলতান ব্যাপারী প্রতীক (দোয়াত কলম), আনু ব্যাপারী প্রতীক (টেবিল), আব্দুল জলিল ব্যাপারী প্রতীক (মোমবাতি), ইব্রাহিম ব্যাপারী প্রতীক (হাঁস), জহুরুল ব্যাপারী প্রতীক (টেলিভিশন)।

এ নির্বাচন পরিচলানা কমিটির দায়িত্ব পালন করেন মোঃ ফোখরুল ইসলাম, আনোয়ার হোসেন ও মাসুদ রানা। এ নির্বাচনকে ঘিরে দ্বারিয়াপুর মাছ বাজারে উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে।