সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েই চলছে, শঙ্কায় কৃষক
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি টানা এক সপ্তাহ ধরে বেড়েই চলছে। একইসঙ্গে বাড়ছে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। গত ২৪ ঘন্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (১৩ জুন) সকালে শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১ দশমিক ৬৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ও নি¤œাঞ্চলের কৃষকরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এসকল এলাকায় ব্যাপকভাবে ধান, পাট, বাদাম, তিল, কাউন, আখ ও শাক-সবজি আবাদ করা হচ্ছে। এসব ফসল বন্যা প্লাবিত হয়ে নষ্ট হলে বিপাকে পড়বেন কৃষক।
চর অঞ্চলের কৃষক তালেব জানান, যে হারে পানি বাড়ছে এতে আমাদের আবাদি জমির ফসল ডুবে নষ্ট হয়ে যাবার আশঙ্কা করছি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১৫ সেন্টিমিটার। একই সময়ে জেলার অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়া, বড়াল ও চলনবিলের পানিও বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, ধান কাটা শেষ। চর অঞ্চলে তিল, কাউন, বাদাম, আউশ ধান আছে। নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে তবে এখনো কোনো জায়গায় ফসল প্লাবিত হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন