সিরাজগঞ্জ-৫ আসন নির্বাচন বাতিল ও হরতাল পালনের দাবিতে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ!

সিরাজগঞ্জ-৫ আসন বেলকুচিতে নির্বাচন বাতিল ও হরতাল পালনের লক্ষ্যে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সারে ৬ ঘটিকার দিকে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীর ভূইয়ার নেতৃত্বে একদল বিএনপি নেতাকর্মী উপজেলার মুকন্দগাঁতী বাজারে সড়কের উপর পেট্রোল ঢেলে রাস্তায় আগুন দেন। সেই সাথে মশাল মিছিল করার উদ্দেশ্যে মশাল নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত শ্লোগান দিয়ে পালিয়ে যায় বিএনপি কর্মীরা। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেন এবং মশাল গুলো উদ্ধার করে নিয়ে যায় থানা পুলিশ।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মি. জন রানা জানান, মুকুন্দগাঁতী বাজার এলাকায় দুর্বৃত্তরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে নির্বাচনকে ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থানে রয়েছে।