সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৫, আহত ১৩
সিরিয়ার দেইর ইজ জোর এবং পালমিরার মাঝ পথে একটি বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৫ যাত্রী নিহত হয়েছেন। হামলায় আহত হন আরো ১৩ জন। বুধবার ৩০ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানার খবরে জানা গেছে।
খবরে আরো বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে হামলার শিকার হয় যাত্রবাহী বাসটি। এ ঘটনায় এখনো কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে ওই এলাকাটিতে আইএসের আধিপত্য কমে এসেছে।
এর একদিন আগেই রাজধানী দামেস্কের ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকা নাবি হাবলি-তে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হন, আহত হন তিনজন। ওই ঘটনায় ইসরাইলের হাত রয়েছে বলে ধারণা করছে আসাদ সরকার।
সিরিয়া শত্রুমুক্ত করতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। সহায়তা দিয়ে আসছে রাশিয়া। দেশটিতে চলমান যুদ্ধে এ পর্যন্ত লাখ লাখ মানুষ প্রাণ হারিছেন। যুদ্ধের কারণে ধ্বংস্তূপে পরিণত হয়েছে সিরিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন