ব্যতিক্রমী কার্যক্রমে জন্মদিনের শুরু করলেন তৌহিদুজ্জামান

বছরের শেষ এবং নিজের জন্মদিন কাটাতে কারিগরি শিক্ষার ফেরিওয়ালা মো. তৌহিদুজ্জামান বর্তমানে অবস্থান করছেন বিশ্বের সর্ব বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জন্মদিনের সকাল শুরু করেন সৈকতে পড়ে থাকা ময়লা কুড়িয়ে।

সৈকতে পড়ে থাকা ময়লা কুড়িয়ে সৈকতের পরিবেশ রক্ষার্থে ক্ষুদ্র প্রচেষ্টার সময় তার সাথে ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী হযরত আলী।

তিনি বলেন, “সকালের শুরুতেই স্যার আমাকে নিয়ে এসে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন।”

তিনি আরও বলেন, “তৌহিদুজ্জামান স্যার আমাদের সব সময়ের অনুপ্রেরণা। আমার বিশ্বাস আজকের এই কাজটি থেকে আমি ছাড়াও অনেক শিক্ষার্থী পরিবেশ নিয়ে ভাবার অনুপ্রেরণা পাবে।”

এ বিষয়ে তৌহিদুজ্জামান প্রতিবেদককে জানান, “আমরা ঘুরতে আসি মনের আনন্দে। কিন্তু, মনের অজান্তেই পরিবেশের জন্য ক্ষতিকর জিনিস ছড়িয়ে ছিটিয়ে চলে যাই। পরিবেশের যেমন ক্ষতি হয় তেমনি পরবর্তী আরেকজন পর্যটকের অস্বস্তির কারণও বটে।” তিনি আরও বলেন, “আমরা নিজেরা যদি অল্প চেষ্টা করি তবে এই দূষণমাত্র কমানো যাবে। আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে।”

১৯৯৬ সালের আজকের দিনে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় জন্মগ্রহণ করেন মো. তৌহিদুজ্জামান।