সিলেটের পাসপোর্ট অফিস সম্মুখে সড়ক দুর্ঘটনা: আহত-২
সিলেটে সিটির ২৭ নং ওর্যার্ডের দক্ষিণ সুরমা বিভাগীয় পাসপোর্ট অফিসের সম্মুখে সিএনজি ও ট্রাক পাচায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সিএনজিতে থাকা দুজন যাত্রী ছিলেন মা ও ছেলে। গুরুত্বর আহত অবস্থায় তাদের সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করে।
স্থানীয়রা জানায়, সিলেটগামী (সিলেট-থ-১২-১৪৪৩) সিএনজি অটোরিকশা বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে আসামাত্র (বরিশাল ট-১১-০২৫১) ট্রাকটি ঘুরানোর সময় সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার যাত্রী সাজনা বেগম ও তার ছেলে সিয়াবুর রহমান গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুঘটনায় কবলিত সিএনজি আলমপুর পুলিশ পাড়িতে রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন