সিলেটের পাসপোর্ট অফিস সম্মুখে সড়ক দুর্ঘটনা: আহত-২

সিলেটে সিটির ২৭ নং ওর্যার্ডের দক্ষিণ সুরমা বিভাগীয় পাসপোর্ট অফিসের সম্মুখে সিএনজি ও ট্রাক পাচায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিএনজিতে থাকা দুজন যাত্রী ছিলেন মা ও ছেলে। গুরুত্বর আহত অবস্থায় তাদের সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করে।

স্থানীয়রা জানায়, সিলেটগামী (সিলেট-থ-১২-১৪৪৩) সিএনজি অটোরিকশা বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে আসামাত্র (বরিশাল ট-১১-০২৫১) ট্রাকটি ঘুরানোর সময় সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এসময় সিএনজি অটোরিকশার যাত্রী সাজনা বেগম ও তার ছেলে সিয়াবুর রহমান গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুঘটনায় কবলিত সিএনজি আলমপুর পুলিশ পাড়িতে রাখা হয়েছে।