সিলেটের এমপি কয়েস চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জে, মানুষে কান্না
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/koyes.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তাঁর দেয়া হেলিকপ্টারে এমপি কয়েসের মরদেহ নিয়ে আসা হয়েছে। তিন বারের এমপি কয়েস চৌধুরীর ১২ মার্চ শুক্রবার জানাযার জন্য ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজের সকল প্রস্তুতি নেওয়া হয়েছিলো। ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড মাঠে তাঁর মরদেহবাহী হেলিকপ্টারটি অবতরণ করে। তখন উপস্থিত থেকে লাশটি গ্রহণ করেন সিলেট জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ, মহানগর যুবলীগ, কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে সমবেত হন।
বিকেল ৫ টায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এমপির মরদেহ গ্রহণের পর নেতাকর্মী ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন