তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে দিনাজপুরে ব্যতিক্রম উদ্যোগ

বিভিন্ন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশীয় তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে দিনাজপুরে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর জেলার মালদা পট্টি স্বনামধন্য প্রতিষ্ঠান মোহাম্মদী শাড়ি হাউজ এর উদ্যোগে দেশীয় তাঁত শিল্প ও তাঁত কারিগরদের আগ্রহ বাড়াতে টাংগাইল এর যোগেশ্বর এন্ড কম প্রোপাইটর রঘুনাথ বসাক, মহাদেব এন্ড কোম্পানি প্রোপাইটর হরেন্দ্র বসাক, সিরাজগঞ্জ এর মাধব শাড়ি প্রোপাইটর গৌতম সাহা, ঢাকা রুপালি শাড়ি ও থ্রিপিস আমদানি কারক আলাউদ্দিন সাজু সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ জন তাঁত শিল্প ব্যবসায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট প্রদান করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজাউর রব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদী শাড়ি থ্রি পিস পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্রের প্রোপাইটর মোঃ শামীম ইকবাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরপূর্বে মোহাম্মদী শাড়ি হাউস এর নতুন সংযোজন মোহাম্মদী শাড়ি থ্রি পিস পাইকারি বিক্রয় কেন্দ্র শোরুমে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল এর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।