সিলেটের জাফলংয়ে নদী থেকে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ের ডাউকি নদী থেকে পাথর তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিক পলাশের গ্রামের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর থানার জাতীয়পাড়া এলাকায়। তার পিতার নাম মঙ্গল মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার (১০ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাটের ডাউকি নদীতে এক বারকি শ্রমিক পলাশ আহমেদ (১৭) ও তার সহোদর ভূট্টো মিয়াসহ কয়েক জন শ্রমিক জাফলংয়ের জুমপাড় এলাকায় পাথর উত্তোলনের কাজে যায়। সারাদিন পাথর তুলা শেষে বিকেলে পলাশ আহমেদ নদীতে ডুবিয়ে পাথর তুলতে পানিতে নামে। পাথর সংগ্রহের জন্য পানিতে ডুব দিলে অসবাধানতায় ইঞ্জিন চালিত নৌকার মেশিনের পাখায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।