সিলেটে কাউন্সিলর লায়েকের বাসায় হামলা, সিসিটিভি ফুটেজে হামলাকারীরা

সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা ও কার্যালয়ে হামলা-ভাঙচুরকারীদের সনাক্ত করা হয়েছে।

ঘটনার পর পুলিশ বাসার সিসিটিভি ফুটেজ দেখে এসব সন্ত্রাসীদের সনাক্ত করে।

পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। তারা হচ্ছে, যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না ও তাদের আরো কয়েকজন সহযোগী রয়েছেন।

তিনি বলেন, ভোটের সময় আমার সাথে যারা ছিলেন এবং কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয়। আমার বাসার বিদ্যুৎ লাইন এবং সিসিটিভির ক্যাবল কেটে দেয়া হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে সন্ত্রাসীদের চিনতে পেরেছে।

কোতোয়ালি মডেল থানার ওসি এস.এম আবু ফরহাদ বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় কয়েক জনকে চিহ্নিত করতে পেরেছেন। মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর মুন্সিপাড়াস্থ কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা এবং কার্যালয়সহ আশপাশ আরও অন্তত ২০টি বাসায় একই সঙ্গে হামলা চালায় ১৫-২০ জন দুর্বৃত্ত।