সিলেটে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

পূর্বে ঘোষিত অনুযায়ী ১লা জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লডাউন। সকাল থেকে সিলেট নগরীরর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় অন্য দিনের তুলনায় লোক শুন্য। সিলেটের প্রধান প্রধান সড়কগুরোতে কোন যানবাহন চলতে দেখা যায়নি।

সিলেটের কদমতলি, বন্দরবাজার,জিন্দাবাজার, আম্বারখানা, সুবিধবাজার, শিবগঞ্জ, টিলাগড় এলাকা ঘুরে দেখা যায় পয়েন্টে-পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। বসানো হয়েছে চেকপোস্ট।

এসব চেকপোস্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জন ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বের হয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।

শুধু চলছে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। তাছাড়া অলিগলিতে চলছে হালকা রিক্সা।

বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল ৬ টা থেকে পুলিশ ও আইন-শৃঙ্কলাবাহিনী মাঠে কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি এবার স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।