সিলেটে ১৪ বছরের কিশোরী ধর্ষণের শিকার

সিলেট নগরীর শাহী ঈদগাহয়ে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ হোসাইন আহমদ (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে।

সূত্রে জানাযায়, চলতি বছরের ১৫ জানুয়ারী রাতে শাহী ঈদগাহে নিজ বসত ঘরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। তখন কিশোরীর বাবা বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

আসামী দীর্ঘ কয়েক মাস পলাতক থাকলে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে এবং আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করে।